শ্যামনগরে বৃদ্ধ পিতাকে ব্যবহার করে ভাই-বোনদের সম্পত্তি আত্মসাতে ষড়যন্ত্রের অভিযোগ


এপ্রিল ৪ ২০১৯

Spread the love


শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগরে বৃদ্ধ  পিতাকে ব্যবহার করে ভুল বুঝিয়ে আত্মসাতের চেষ্টায় দুই ভাই ষড়যন্ত্র করে অপর একভাই ও ৫ বোনের শরীক অংশ আত্মসাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকায় দুই ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে বোনদের পক্ষে বড় ভাই শ্যামনগর সাব-রেজিষ্ট্রার বরাবর অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বড় ভাই হাজী শাহাদাৎ হোসেন অভিযোগে উল্লেখ করেছেন- শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী গ্রামের এম এম সামসুল হকের ৪ পুত্র ও ৫ কন্যা। শাহাদাৎ হোসেন সামছুল হকের বড় পুত্র। পিতা সামছুল হক নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিল। বর্তমান তিনি ৯৫ বছরের বৃদ্ধ ও মতিভ্রম হয়ে পড়েছেন। এ সুযোগে পরসম্পদ লোভী দুই ভাই এম এম সাইফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান বৃদ্ধ ও মতিভ্রম পিতাকে ব্যবহার করে অন্য ভাইবোনদের শরীক অংশ আত্মসাতের লক্ষ্যে ষড়যন্ত্রে লিপ্ত আছে। ষড়যন্ত্র করে আটুলিয়া ও নওয়াবেঁকী মৌজার জেএল নং- ১০৭ ও ১০৮, ডিপি খতিয়ান- ৬২২,৪৪৫, সাবেক দাগ- ৫০৯৯, ৫০৯৫, হাল দাগ- ১০৮৫, ১০৮৪, ১০৮৩, ১০৯১, জমির পরিমান ৬ একর ৭ শতক সম্পত্তিতে তাদের শরীক অংশ যাহাতে আত্মসাৎ করতে না পারে সে দাবিতে সেলিনা আক্তার, নার্গিস আক্তার, নাসরিন আক্তার, নাজমা আক্তার ও কামরুন নাহার-এ ৫ বোনের পক্ষে বড় ভাই শাহাদাৎ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাব রেজিষ্ট্রার শ্যামনগর বরাবর অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন