শ্যামনগরে আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা হাজী কুরবান আলী সরদারের নামে হলো শ্যামনগরের বাস টার্মিনাল : উদ্বোধন করলেন এমপি এস এম জগলুল হায়দার


এপ্রিল ২ ২০১৯

Spread the love


শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগরে আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা হাজী কুরবান আলী সরদারের নামে শ্যামনগরের বাস টারমিনালের নাম করা হয়।  গতকাল ১ এপ্রিল সোমবার বিকাল ৪ টায় হাজী কুরবান আলী সরদারের নামে শ্যামনগরের বাস টারমিনালের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাতক্ষীরা -৪ এর এমপি এস এম জগলুল হায়দার। উদ্বোধন অনুষ্ঠানটিতে দৈনিক দক্ষিনের মশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাবেক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ রউফ, কৈখালী ইউপি চেয়ারম্যান আঃ রহিম, কালিগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি, সাধারন সম্পাদক আবু তাহের, শ্যামনগর উপজেলা শ্রমিকলীগের সভাপতি কামরুল হায়দার নান্টু, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, শ্রমিক ইউনিয়ন শ্যামনগর শাখার সভাপতি শেখ লিয়াকত হোসেন, সাধারন সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারন সম্পাদক আঃ মজিদ, পরিবহন কাউন্টার সমিতির সভাপতি রফিকুল ইসলাম বাবলু, সাধারন সম্পাদক আঃ রাজ্জাক, শ্রমিক নেতা নুরুল ইসলাম বাবু, এছাড়া এমপি মহোদয়ের সাথে থাকা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রেজওয়ানুল আজাদ নিপুন। অনুষ্ঠান শেষে মামুন পরিবহন যাত্রী নিয়ে ঢাকা অভিমুখে উদ্বোধনী যাত্রা শুরু করে।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন