পৌর প্রতিনিধি: মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী, ব্র্যাক এর আয়োজনে কলারোয়া ব্র্যাক অফিসের অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেনকে সভাপতি করে গতকাল বুধবার সকাল ১১ ঘটিকায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ব্র্যাক এর উর্দ্ধতন কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া। ব্র্যাক সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপক বিশ্বনাথ কুন্ডু বলেন, ১৯৯৮ সালে ব্র্যাক এর তত্বাবধানে আইন সহায়তা কার্যক্রম পাইলট প্রকল্প হিসাবে চালু হয় কিন্তু বর্তমানে দেশের ৬১ টি উপজেলায় মোট ৪৭৩ টি আইন ও সহায়তা কেন্দ্র চালু যার ১০ টি কেন্দ্র সাতক্ষীরাতেই চালু আছে। তিনি আরও বলেন যে,৭ জন আইনজীবী দ্বারা সাতক্ষীরা জেলার ৭ টি উপজেলার প্রত্যান্ত এলাকার অসহায় গরীব ও মামলা পরিচালনায় অক্ষম মানুষদের অার্থিক ও আইন সহায়তা প্রদান করে থাকে। বক্তারা বিবাহ প্রথা (মুসলিম,হিন্দু), বাল্য বিবাহ ও প্রতিরোধ, বিয়ে রেজিঃ, তালাক/বিচ্ছেদ, পিতা মাতার ভরণ পোষন, মানব পাচার, এসিড নিক্ষেপ, ধর্ষণ, নারী ও শিশু পাচার ইত্যাদি বিষয় নিয়ে এবং এদের সহযোগিতার ক্ষেত্রে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এছাড়া আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক, আলীয়া মাদ্রাসার কম্পিউটার শিক্ষক, মুসলিম বিবাহ রেজিস্টার, হিন্দু বিবাহ রেজিস্টার, মসজিদের ইমাম ও বিভিন্ন মন্দিরের পুরোহিতগণ। সর্বশেষ মতবিনিময় সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সভাপতি সমাপনি বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।
ব্র্যাক,মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির ৩৩ বছর উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
এপ্রিল ৪ ২০১৯