শ্যামনগর ব্যুরো ঃ মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে গতকাল সোমবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন করে। ফেনির সোনাগাজী ইসলামি ফাযিল মাদ্রাসার ছাত্রী নুসরাত রাখিকে মানসিকভাবে দফায় দফায় নির্যাতনের পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ হত্যার সাথে জড়িত মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও তার সহযোগীরা। এ নির্মাম হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে দেশ ব্যাপি উত্তাল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার পক্ষ হতে মানববন্ধন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারন সম্পাদক এ্যাড. কৃষ্ণপদ মন্ডল, সহ-সভাপতি প্রভাক অনাথ হালদার, যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক সুশান্ত কুমার বাবু লাল, অর্থ সম্পাদক কাত্তিক চন্দ্র দত্ত, দপ্তর সম্পাদক মৃনাল ঘোষ, শ্রীনিবাস বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন এ্যাড. আজিবর রহমান, এ্যাড. মনসুর রহমান সহ সাধারন জনগণ।
নুসরাত হত্যার প্রতিবাদে শ্যামনগর পূজা উদযাপন পরিষদের মানববন্ধন
এপ্রিল ২২ ২০১৯