খরিয়াটিতে মাদক ও জুয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের জুয়ার আসরে থানা পুলিশের অভিযানে ৪জুয়ারী গ্রেফতার


এপ্রিল ১২ ২০১৯

Spread the love


আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার খরিয়াটিতে মাদক ও জুয়ার বিরুদ্ধে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর মাদক ও জুয়ার আসরে আশাশুনি থানা পুলিশের অভিযানে ৪জন জুয়ারী গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানাগেছে, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে খরিয়াটি গ্রামে জুয়া ও মাদকের আস্তানায় অভিযান চালিয়ে খরিয়াটি গ্রামের রউফ গাজীর ছেলে ময়নুদ্দীন গাজী, ইমান গাজীর ছেলে আছাফুর গাজী, একই উপজেলার ঝাউবুনিয়া গ্রামের বিজয় কৃষ্ণ বাইনের ছেলে উদয় কুমার বাইন, পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের আবুল গাজীর ছেলে ইলিয়াস গাজীকে জুয়া খেলার সময় তাস ও টাকাসহ গ্রেফতার করেন। তবে এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে স্থানীয় মাদক স¤্রাট বারীক গাজীসহ কয়েকজন জুয়ারী ও মাদকসেবী দ্রুত জুয়ার আসর থেকে পালিয়ে যায়। অন্যদিকে বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার ফটিকখালী গ্রামের মৃত যতীন্দ্রনাথ মন্ডলের ছেলে সিসি-১২৩/২০১২ ওয়ারেন্ট আসামী সুধীর কুমার মন্ডলকে গ্রেফতার করেন। সকল আসামীকে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন