নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। সভায় আগামী ৯ মার্চ শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্য নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে কমিটির সকলে একমত পোষণ করেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী’র পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন ও জি.এম আদম শফিউল্লাহ।
সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী নির্বাহী কমিটির সভা
মার্চ ৫ ২০১৯