নিজস্ব প্রতিনিধি: ‘ভোটার হবো, ভোট দেবো’ এ শ্লোগানে সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশসকের কার্য়লয় চত্বর থেকে বিভন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে একটি র্যালি বের করা হয় যা শহরের নিউ মার্কেট চত্বর, প্রেসক্লাব হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে জেলা নির্বাচন অফিসার নাজমুল করিম সভাপতিত্বে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এনডিসি দেওনয়ান আকরামুল হক, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দল কাদের, উপজেলা নির্বাচন অফিসার মো. শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম। ১৯৭১ সালের এই মার্চ মাসেই বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি রচিত হয়। তখন দেশ প্রেমিক লাখো শহীদদের আত্মদানের বিনিময়ে জাতীয় জীবনে একটি গৌরবময় অধ্যায়ের শুভ সূচনা হয়। শহীদদের রক্তে রাঙানো এই মাসটি মুক্তিযুদ্ধের সূচনার জন্য গৌরবময় ও পবিত্রতম হওয়ায় ১ মার্চ তারিখকে জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য বেছে নেওয়া হয়। উল্লেখ্য, ভারতে প্রতি বছর ২৫ জানুয়ারি, পাকিস্তানে ৭ ডিসেম্বর, শ্রীলংকায় ১ জুন, নেপালে ১৯ ফেব্রুয়ারি, ভুটানে ১৫ সেপ্টেম্বর এবং আফগানিস্তানে ২৬ সেপ্টেম্বর নানা তাৎপর্যের মাধ্যমে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়।
সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবস উদযাপন
মার্চ ১ ২০১৯