শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ(১ম) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জহুরুল হায়দার ‘বাবু’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় ইউপি ২ শাখা কর্তৃক ২৬ নভেম্বর ২০১৮ তারিখে প্রকাশিত ২০১৮-১৯ অর্থবছরের গেজেটে এ তথ্য প্রকাশ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। প্রকৃতপক্ষে বিভিন্ন কাজের মধ্যে দিয়েই সর্বস্তরের মানুষের মনে স্থান করে নিয়েছে এ্যাড: জহুরুল হায়দার তারই ধারাবাহিকতায় সর্বশেষ স্থানীয় সরকার কর্তৃক প্রদত্ত অর্থের সর্বত্তম ব্যবহারের মাধ্যমে যথার্থ পুরস্কার জিতে নিলেন এ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু।
সাতক্ষীরার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু
মার্চ ৩ ২০১৯