গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ মার্চ ২০১৯ ইং তারিখ গভীর রাতে কোস্ট গার্ড বাহিনী পশ্চিম জোনের বিসিজি স্টেশান হারবারিয়া এর একটি টহল দল বাগেরহাট জেলার মোংলা থানার অন্তর্গত হারবারিয়া খাল সংলগ্ন এলাকায় অবৈধভাবে বন্য প্রানী নিধন চক্রের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীগন দ্রুত বনের মধ্যে পালিয়ে গেলে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। পরবর্তীতে বনের গভীরে বিচ্ছিন্ন স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ০৭ (সাত) কেজি হরিণের মাংস ও ০২(দুই) টি হরিণের মাথা এবং ০২ (দুই) টি হরিণের চামড়া উদ্ধার করা হয়। জানা যায়, অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে হরিণ শিকারীরা হরিণ শিকার করে হরিণের মাংস ও চামড়া ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বিক্রয় করে থাকে যা সুন্দরবনের বনজ প্রানী রক্ষায় হুমকি হিসেবে দেখা দিয়েছে। সুন্দরবন এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্ট গার্ড বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস, মাথা ও চামড়া নন্দবালা ফরেস্ট অফিসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply