শ্যামনগরে সংসদ সদস্যকে বিজয় সংবর্ধনা


ফেব্রুয়ারি ৯ ২০১৯

Spread the love

শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরা-৪ শ্যামনগর+কালিগঞ্জ (আংশিক) আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারকে বিজয় সংবর্ধনা জানালো শ্যামনগরের প্রত্যান্ত এলাকার ৪ গ্রামের মানুষ। ১০ম জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শ্যামনগর উপজেলার প্রত্যান্ত এলাকা কল্যানপুর, মানিকপুর, সৈয়দআলীপুর ও চিংড়াখালী এ ৪ গ্রামের মানুষ আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা জ্ঞাপন করেছেন। শনিবার সকাল ১১ টায় কল্যানপুর হাটখোলায় এ সংসর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি,এম আকবর কবীর। প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পিপি এ্যাডঃ জহুরুল হায়দার বাবু, নূরনগর ইউনিয়ন আওয়ামলীগের ৭ নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ লিয়াকত হোসেন, এলএলবি (এডি) শিক্ষানুবিষ, কল্যানপুর মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক গাজীরাম পাড়–ই, ৩ নং শ্যামনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য সম্ভু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ ফারুক হোসেন। অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন- রীনা পারভীন, দাউদ বয়াতী, ফারুক বয়াতী ও তাদের দল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন-এ্যাডঃ লিয়াকত হোসেন।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন