শ্যামনগর ব্যুরো :
শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম নাজমুল হক এর অবসারত্তর বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ৬ ফেব্র“য়ারী শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসারবৃন্দ আজহারুল ইসলাম, তপন কুমার দেবনাথ, সোহাগ হোসেন, ওয়াসিম উদ্দীন, সোহাগ আলম, শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, শ্যামনগর বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি পরিমল কুমার কর্মকার, প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু, প্রধান শিক্ষক শফিউল আযম মিন্টু, প্রধান শিক্ষিকা সেলিনা কাজল, প্রধান শিক্ষিকা জেসমিন নাহার প্রমুখ।
শ্যামনগরে প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হকের বিদায় সংবর্ধনা
ফেব্রুয়ারি ৭ ২০১৯