দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান নিরোধ এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ইউপি সদস্য ইয়ামিন মোড়ল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ সরকারী কর্মকর্তাবৃন্দ, বিজিবি প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাগুলোতে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভা
ফেব্রুয়ারি ১১ ২০১৯