তালায় ধানের ক্ষেতে আগাছানাশক বিষ প্রয়োগ করেছে দুর্বত্তরা


ফেব্রুয়ারি ৯ ২০১৯

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তির এক বিঘা রোরো ধানের ক্ষেতে আগাছানাশক বিষ প্রয়োগ করেছে দুর্বত্তরা। ফলে ক্ষেতের ধান গাছ মরতে শুরু করেছে। শুক্রবার রাতে উপজেলার শিরাশুনী গ্রামের পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জমির মালিক আলমগীর শেখ বিচারের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী আলমগীর শেখ জানান, এক বিঘা জমি বর্গা নিয়ে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছি । জমিটিতে ঘের করতে প্রস্তাব দেন একই এলাকার আবুল কাশেম সরদারের ছেলে মানজুর সরদার। কিন্তু ঘের করার জন্য জমি না দেওয়ায় তারই জের ধরে শুক্রবার রাতে হিংসাত্বক ভাবে আমার রোপনকৃত বোরো জমিতে উচ্চমাত্রার ঘাস মারা বিষপ্রয়োগ করে পুড়িয়ে দেয়। এঘটনায় বিচারের দাবীতে প্রশাসনের উদ্ধর্তন মহলের হসক্ষেপ কামনা করেছেন ভুক্তুভোগী আলমগীর শেখ। অভিযুক্ত মানজুর শেখের সাথে যোগাযোগ হলে তিনি বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন