নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেল খানার এক কয়েদীকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে এ ঘটনাটি ঘটে। তবে, জেল কতৃপক্ষের দাবী হাসপাতালে নেওয়ার পথে তিনি স্ট্রোকে মারা গেছেন। মৃত্য ব্যক্তির নাম মাজহারুল ইসলাম নামে। তিনি সাতক্ষীরা শহরের নাহার মটরস’র মালিক ও শহরের পলাশপোল এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা জেল সুপার আবু তাহের জানান, মাস দুয়েক আগে একটি মাদক মামলায় তিনি জেলে আসেন। আজ মঙ্গলবার বিকালে জেলখানায় তিনি অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। স্ট্রোক জনিত রোগে তার মৃত্যু হয়েছে।