শ্যামনগর ব্যুরো :
উপজেলা প্রশাসন ও পাবলিক লাইব্রেরী এর আয়োজনে গতকাল শ্যামনগরে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে গতকাল সকাল ১০টায় একটি র্যালী প্রশাসন চত্ত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সম্মুখে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পাবলিক লাইব্রেরীর সভাপতি মোঃ কামরুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন পাবলিক লাইব্রেরীর সম্পাদক প্রভাষক মানবেন্দ্র দেবনাথ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদ সুমন। পাবলিক লাইব্রেরীর সভাপতি বলেন, শ্যামনগর পাবলিক লাইব্রেরীর অবকাঠামো সহ পাঠকদের সার্বিক সুবিধার জন্য পর্যাপ্ত পুস্তক ও সকল প্রকার সুযোগ সুবিদার ব্যবস্থা খুবই জরুরী ভাবে করা হবে।
জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
ফেব্রুয়ারি ৬ ২০১৯