নিজস্ব প্রতিবেদক :
মাত্র ৬ মাসে ৫ বার সাতক্ষীরা জেলার পশ্চিম জোনের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি)হিসাবে চৌকশ পুলিশের সন্মাননা পেয়েছেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান।
রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো:সাজ্জাদুর রহমান। সহকারী পুলিশ সুপার হেড কোয়াটার্স সার্কেল মো:হুমায়ুন কবিরের সঞ্চালনায় অপরাধ সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার প্রমূখ।
সভায় ডিসেম্বর ২০১৮ মাসের ৮টি থানার ইনচার্জ সহ পুলিশ অফিসার দের কার্যক্রম মূল্যায়ন করা হয়। এসময় আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তথা রেকর্ডব্রেক মাদক উদ্ধার,রেকর্ড ব্রেক অস্ত্র উদ্ধার,রেকর্ডব্রেক পরিমান নাশকতা মামলার আসামি গ্রেপ্তার ও সাজাপ্রাপ্ত আসামি আটক করে জেলার পশ্চিম জোনের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি)হিসাবে চৌকশ পুলিশের সন্মাননা অধিকার করেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো:মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য: ওসি মোস্তাফিজুর রহমান যোগাদনের পর থেকে ৬ মাসে ৫ বার জেলার পশ্চিম জোনের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে সন্মাননা পেলেন।
৬ মাসে ৫ বার সাতক্ষীরা জেলার পশ্চিম জোনের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তাফিজুর রহমান
জানুয়ারি ২১ ২০১৯