নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় স্বামীকে তালাক দিয়ে সুবিধা করতে না পেরে টাকা দাবী ও পরিবার পরিজনের ক্ষয় ক্ষতির হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জীবনের নিরাপত্তার আশায় থানায় সাধার ডায়েরী করেছে অসহায় স্বামী। সাধারন ডায়েরী সূত্রে প্রকাশ, সাতক্ষীরা সদরের রসুলপুর মেহেদীবাগের বাসিন্দা মৃত বরকত গাজীর পুত্র শুকুর আলীর স্ত্রী মাজেদা খাতুন ২ সন্তান রেখে মারা যাওয়ায় রসুলপুর মেহেদীবাগের মৃত মোজন আলী সরদারের কন্যা ১ পুত্র সন্তানের জননী কোহিনুর বেগমকে ২য় স্ত্রী হিসেবে বিয়ে করে। বিয়ের পর তাদের ঘরে ১ কন্যা সন্তানের জন্ম হয়। ঘর সংসার করা কালে স্ত্রী কোহিনুর বেগম তার মা হালিমা বেগম ও পূর্বের ঘরের পুত্র ফারুক হোসেনের (১৯) কু-পরামশের্ স্বামী শুকুর আলী ও তার পূর্বের স্ত্রীর সন্তানদের সাথে দূর্ব্যবহার, গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে স্ত্রী কোহিনুর গত বছরের মে মাসে স্বামী শুকুর আলীকে ডিভোর্স দেয়। এর পর বিভিন্ন সময় টাকা পয়সা দাবী করে। দাবীকৃত টাকা না পেয়ে শুকুর আলীর নামে নারী নির্যাতনের মামলা দেয়া সহ নানা ধরনের হুমকি ধামকি দিতে থাকে। সর্বশেষ গত ৩ জানুয়ারী কোহিনুর শুকুর আলীর বাড়ির সামনে দাড়িয়ে মোটা অঙ্কের টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করায় সে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ ও হুমকি ধামকি দেয়। এমনকি তার সন্তানদেরও ক্ষয় ক্ষয়তি করার জন্য শাসায়। বারবার এধরনের হুমকিতে শংকিত হয়ে অসহায় শুকুর আলী জানমালের নিরাপত্তা চেয়ে গত ০৪/০১/১৯ তারিখে সাতক্ষীরা সদর থানায় ১৪৬ নং একটি সাধারণ ডায়েরি করেছেন।
Leave a Reply