সুকুমুর চক্রবর্তি,শ্যামনগর প্রতিনিধি (সাতক্ষীরা)ঃ গতকাল রেঞ্জ এর বুড়িগোয়ালিনী ষ্টেশন অফিসার কে এম কবির উদ্দীন সংঙ্গীয় বন কর্মিদের সাথে নিয়ে সুন্দরবন সাগর সংলগ্ন অভয়ারন্য এলাকা মান্দার বাড়িয়া থেকে নিশিদ্ধ সময়ে কাকড়া ধরার সময় খুলনা জেলার দাকোপ, কালাবগি এলাকার ৬ জনকে গ্রেফতার করেছে। স্টেশন অফিসার কে এম কবির উদ্দীন জানান, নিয়মিত টহলের সময় সাগর সংলগ্ন বাহির মান্দার বাড়িয়া খাল থেকে আসামিদের ব্যাবহৃত দুইটি নৌকা ও একটি ইনজিন চালিত ট্রলার সহ ৬ জনকে আটক করেন। তিনি আরো জানান, বন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এর অভয়ারন্য এলাকা থেকে ৬ কাকড়া শিকারী আটক
জানুয়ারি ২১ ২০১৯