1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন
২৯ আশ্বিন, ১৪৩১
Latest Posts

দেবহাটার সখিপুরে নিরীহ বৃদ্ধের ডিসিআরকৃত জমি প্রভাবশালীর দখলে,ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯
  • ১৪৭ সংবাদটি পড়া হয়েছে


দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে অছেল আলী মোল্যা (৫৫) নামের এক নিরীহ বৃদ্ধার ডিসিআরকৃত ৮০ শতক জমি দখল করে রেখেছে প্রভাবশালী কয়েক জন জামায়ত নেতা। এঘটনায় ক্ষতিগ্রস্থ নিরীহ বৃদ্ধ তার ডিসিআরকৃত জমি পুনরুদ্ধারের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। গত ৯ ডিসেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের কাছে জমি পুনরুদ্ধারের দাবী সম্বলিত লিখিত আবেদন করেন বৃদ্ধ অছেল আলী মোল্যা। তথ্য মতে, নিরীহ বৃদ্ধ অছেল আলী মোল্যা দেবহাটার সখিপুর মৌজার ১২০৬ খতিয়ানের ১৩৫৮ দাগের ৮০ শতক সরকারী জমি ১৯৭৪ সালে ডিসিআর নিয়ে সরকারী ইজারা পরিশোধ করে ভোগদখল করে আসছিলেন। কিন্তু বিগত কয়েকবছর ধরে সখিপুরের প্রভাবশালী জামায়ত নেতা মৃত নূর আলী মিস্ত্রীর ছেলে রেজাউল ইসলাম ও মনিরুজ্জামান উক্ত জমিটি জোর পূর্বক দখল করে নিয়েছে। জবরদখলকারীরা প্রভাবশালী হওয়ায় এবং অব্যাহত হুমকি ধামকির কাররে অনেক প্রচেষ্টা করেও নিরীহ বৃদ্ধ অছেল আলী মোল্যা ভয়ে তার ডিসিআরকৃত জমিটি পুনরুদ্ধার করতে পারছেননা। এদিকে বিগত ১৯ সেপ্টেম্বর ১৭ তারিখে দেবহাটা উপজেলা নির্বহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনার হাফিজ-আল-আসাদ উক্ত জমির ইজারার টাকা পরিশোধ করে জমিটি পুনরায় ডিসিআর নেয়ার জন্য বৃদ্ধ অছেল আলী মোল্যাকে লিখিতভাবে নোটিশ করেন। এঘটনার পর বৃদ্ধ অছেল আলী মোল্যা ইজারার টাকা পরিশোধ করে জমিটি পুনরায় ডিসিআর নেয়ার জন্য দেবহাটা একাধিকবার দেবহাটা এসিল্যান্ড অফিসে গেলে তৎকালীন দায়িত্বরত ভূমি সহকারী আব্দুল হাকিম অভিযুক্ত জামায়ত নেতাদের দ্বারা প্রভাবিত হয়ে বৃদ্ধ অছেল আলীকে ডিসিআর গ্রহনে সহযোগীতা না করে হয়রানী করতে থাকে। পরবর্তীতে দূর্নীতির অভিযোগে উক্ত অভিযুক্ত ভূমি সহকারী আব্দুল হাকিমকে অন্যত্র বদলী করেন জেলা প্রশাসক। বর্তমানে একমাত্র সম্বল উক্ত ডিসিআরকৃত জমিটি প্রভাবশালী জামায়ত নেতাদের জবরদখলে থাকায় পথে বসেছে অসহায় বৃদ্ধ অছেল আলী ও তার পরিবার। তাই উক্ত জমিটি পুন: ডিসিআর গ্রহনসহ জবর দখলকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়ে পুনরুদ্ধারের দাবী জানিয়েছে অসহায় পরিবারটি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd