এমপি জগলুল হায়দারকে মন্ত্রী হিসাবে পাওয়ার দাবীতে শ্যামনগরে সংবাদ সম্মেলন


জানুয়ারি ৪ ২০১৯

Spread the love


শ্যামনগর ব্যুরো ঃ
দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জগলুল হায়দারকে মন্ত্রী করার দাবী জানিয়ে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আকুল আবেদন করে সংবাদ সম্মেলন করেছেন শ্যামনগর উপজেলা সম্মিলিত নাগরিক সমাজ। গতকাল শুক্রবার বিকাল ৩ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্ব সম্মতিক্রমে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল। তিনি লিখিত বক্তব্যে বলেন, আপনাদের লেখনীর মাধ্যমে মানবতার জননী বঙ্গকণ্যা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৪ বারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাতে চাই, আইলা সিডরে বিদ্ধস্থ উপকূলের মানুষের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন বাংলাদেশের সর্ব বৃহৎ উপজেলা ১০৮ সাতক্ষীরা ৪ শ্যামনগর এবং কালিগঞ্জ (আংশিক) আসনের বার বার নির্বাচিত জনবন্ধুখ্যাত সংসদ সদস্য এস এম জগলুল হায়দারকে মন্ত্রি হিসেবে দেখা এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। এস এম জগলুল হায়দার দশম সংসদে এমপি থাকাকালীন সময়ে এ অঞ্চলের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে জনবন্ধু খ্যাতি পেয়েছে। এই অঞ্চলটি প্রাকৃতিক সম্পদের অপর সম্ভাবনাময় একটি স্থান। দেশের সিংহভাগ বৈদশিক রাজস্ব আদায় হয়ে থাকে এ অঞ্চলের সাদাসোনা খ্যাত চিংড়ি রপ্তানীর মাধ্যমে। এছাড়া বিশ্বের একক ম্যানগ্রোভ বন সুন্দরবন এই শ্যামনগর উপজেলায় অবস্থিত হওয়ায় পর্যটন ক্ষেত্রে রাজস্ব আদায়ে রয়েছে অসীম সম্ভাবনা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ডেপুটি কমান্ডার গাজী আবুল হোসেন, নওয়াবেঁকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহাব, আতরজান মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জি, এম আমির হোসেন, মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল মান্নান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনান্দ মূখার্জী, জোবেদা সোহরাব মডেল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মোঃ আব্দুল খালেক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রাক্তন শিক্ষক রবীন্দ্র নাথ বিশ্বাস, সাধারন সম্পাদক এ্যাড. কৃষ্ণ পদ মন্ডল, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ভবতোষ কুমার মন্ডল, সদর আ’লীগের সভাপতি আলহাজ্জ আকবর কবীর, সাধারন সম্পাদক দূর্গাপদ চক্রবর্তী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি কামরুল হায়দার নান্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি মুঞ্জুর এলাহী খোকন, উপজেলা মহিলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ারা বেগম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক লায়েস, সাধারন সম্পাদক আব্দুল হাকিম সবুজ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজ সহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ, উপজেলা রিপোটর্স ক্লাবের সাংবাদিক বৃন্দ, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সাংবাদিক বৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবী করেন, স্বাধীনতার পরে শ্যামনগর থেকে কেউ মন্ত্রী হয়নি এবং স্বাধীনতার পর থেকে গত দশম সংসদের সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার সর্ব ক্ষেত্রে যে উন্নয়ন করেছেন। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে বিপুল ভোটে জয়ী জগলুল হায়দারকে মন্ত্রী করার জোর দাবী জানিয়েছেন সম্মিলিত নাগরিক সমাজ।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন