প্রেস বিজ্ঞপ্তি : সোমবার সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামীলীগের নির্বাচনী পরিচালনা কার্যালয়ে সাতক্ষীরা জেলা ১৪দলের এক জরুরিসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলার সভাপতি ও জেলা ১৪দলের আহবায়ক মুনসুর আহমেদ। ১৪ দল সাতক্ষীরা জেলার সদস্য সচিব ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, জাসদ, সাতক্ষীরা জেলার সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জাসদ কেন্দ্রীয় সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সদস্য স্বপন কুমার শীল, জাসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, আওয়ামীলীগ নেতা ফিরোজ আহমেদ, মোঃ শহীদুল ইসলাম, মীর মোশাররফ হোসেন মন্টু, জাসদ নেতা আমির হোসেন খান চৌধুরী প্রমুখ।
সভায় সাতক্ষীরা জেলা ১৪ দলের নির্বাচন পরিচালনার জন্য পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক মুনসুর আহমেদ, সদস্য সচিব অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সদস্যবৃন্দ যথাক্রমে আলহাজ্ব নজরুল ইসলাম, কাজী রিয়াজ, অধ্যক্ষ আবু আহমেদ, এড. ফাহিমুল হক কিসলু, শেখ ওবায়েদুস সুলতান বাবলু, স্বপন কুমার শীল, অধ্যাপক ইদ্রিস আলী, কমরেড তরিকুল ইসলাম।
সভায় আজ ১৮ ডিসেম্বর দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া প্রত্যেকটি উপজেলায় ১৪দলের কমিটি ও নির্বাচনী জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মৌলবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদসহ মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লড়াইয়ে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
সাতক্ষীরা জেলা ১৪দলের এক জরুরি সভা : মৌলবাদ-সম্প্রদায়িকতা, জঙ্গী, সন্ত্রাসবাদ ও তাদের সহযোগিদের প্রতিরোধ করতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান
ডিসেম্বর ১৭ ২০১৮