বৈরি আবহাওয়ার মধ্যেই রুহুল হকের প্রচারণায় জনতার ঢল


ডিসেম্বর ১৯ ২০১৮

Spread the love


নিজস্ব প্রতিনিধি : গুঁড়ি গুঁড়ি বৃষ্ট,ি সঙ্গে হমিলে হাওয়া। এই বরৈী আবহাওয়ার মধ্যইে সোমবার নর্বিাচনী প্রচারণা চালয়িছেনে সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগরে র্প্রাথী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। প্রতীক বরাদ্দরে পর থকেে তনিি গণসংযোগে ব্যস্ত সময় পার করছনে। নৌকা প্রতীককে বজিয় করার লক্ষ্যে শীতরে তীব্রতাকে উপক্ষো করে উৎসুক জনতার ভীড় দখো যায় তাঁর গণসংযোগ।ে র্দূযােগর্পূণ আবহাওয়া নারীদরেও দাবয়িে রাখতে পারি নাই। সবাই ঘর হতে বরে হয়ে আসছে তাদরে প্রিয় মাটি ও মানুষরে নেতা, উন্নয়নরে কান্ডারি ডা. রুহুল হকে শ্রবণমধুর বক্তৃতা শুনতে।
সোমবার খাজরা ইউনয়িন আওয়ামী লীগরে আয়োজনে ইউনয়িনরে বভিন্নি স্থানে নৌকায় ভোট চয়েে পথসভা অনুষ্ঠতি হয়। এ সময় বভিন্নি অনুষ্ঠানে প্রধান অতথিি হসিবেে উপস্থতি ছলিনে বাংলাদশে আওয়ামী লীগরে উপদষ্টো আওয়ামী লীগের সদস্য, বজ্ঞিান ও প্রযুক্তি মন্ত্রণালয় সর্ম্পকতি সংসদীয় স্থায়ী কমটিরি সভাপত, স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।
আশাশুনি উপজলো আওয়ামী লীগরে সাংগঠনকি সম্পাদক ও খাজরা ইউপি চয়োরম্যান শাহনওেয়াজ ডালমিরে সভাপতত্বিে বশিষে অতথিি হসিবেে উপস্থতি ছলিনে, সাধারণ সম্পাদক এড. শহদিুল ইসলাম পিন্টু। দপ্তর সম্পাদক সুনলি কুমার মন্ডলরে উপস্থাপনায় অন্যান্যর মধ্যে উপস্থতি ছলিনে এমপি প্রতনিধিি শম্ভুজতি মন্ডল, ইউপি চয়োরম্যান, ম. মোনায়মে হোসনে, দপিংকর সরকার দীপ, আব্দুল আলমি মোল্যা, বড়দল ইউনয়িন আ’লীগরে সভাপতি সুরঞ্জন ঢালী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফকরি, আব্দুল হান্নান মন্টু সরদার, ফাদার নকিোলাস মন্ডল, মুক্তযিোদ্ধা লয়িাকত আলী, মহলিা আ’লীগরে সভাপতি তহমনিা খাতুন,সহ-সভাপতি মজদিা খাতুন, শ্রমকি লীগ সভাপতি ঢালী সমাছুল আলম, স্বচ্ছোসবেক লীগরে সভাপতি সাহবে আলী, উপজলো যুব মহলিালীগরে সভাপতি সীমা সদ্দিকিসহ আ’লীগ ও বভিন্নি অংঙ্গ সংগঠনরে নতো র্কমীরা উপস্থতি ছলিনে।
প্রধান অতিথি বলনে, বিগত দশ বছর র্পূবে নর্বিাচনে আপনাদরে যে সকল প্রতশ্রিুতি দয়িছেলিাম শুধু প্রতশ্রিুতি বাস্তবায়ন নয় প্রতশ্রিুতরি বাইরওে অনকে কছিুই দয়িছে। আপনারা আমাকে নর্বিাচতি করে দশেনত্রেী শখে হাসনিার কাছে পাঠয়িে ছলিনে বলইে আমি মন্ত্রীত্ব পেয়ে আপনাদরে জন্য এসব করতে পেরেছি । উন্নয়নরে র্স্বাথে আবারো নৌকায় ভোট দয়িে জননত্রেী শখে হাসনিার হাতকে শক্তশিালী করার আহ্বান জানান তিনি।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন