কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সদরের বুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. ইউছুফ আলমের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপহার দিয়েছেন স্বাধীন দেশ এবং তার সুযোগ্য সন্তান জননেত্রী শেখ হাসিনা উপহার দিয়েছেন উন্নয়নশীল বাংলাদেশ। বাংলাদেশ আওয়ামীলীগ উন্নয়নের সরকার। আওয়ামীলীগ দেশে যে উন্নয়ন করেছে তা জনগণের মাঝে তুলে ধরতে হবে। আবারও নৌকার বিজয় হলে হবে উন্নয়ন, জিতবে দেশ এবং জিতবে বাংলার জনগণ। নৌকার বিজয়ের ঘোষণা না হওয়া পর্যন্ত আওয়ামীলীগের কোন নেতা কর্মী ভোট কেন্দ্র ত্যাগ করবেননা।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, ডা. মুনছুর আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোলাম মোর্শেদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, কুশখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুল বাসার, কুশখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য রিপন, ওহেদুজ্জামান চান্দু, মহিদুল ইসলাম,প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমে সোহাগ, বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, পৌর আওয়ামীলীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা সুলেখা দাস, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি শাওন, সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী সাদিকুজ্জামান দ্বীপ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইনজামুল হক ইনজা, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সহ-সভাপতি নাসির উদ্দিন প্রমুখ। এসময় কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
নৌকার বিজয়ের ঘোষণা না হওয়া পর্যন্ত আওয়ামীলীগের নেতা কর্মী ভোট কেন্দ্র ত্যাগ করবেননা —এমপি রবি
ডিসেম্বর ৭ ২০১৮