দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া দেবীশহর ফুটবল মাঠে আওয়ামীলীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হকের পক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১২টায় ইউপি সদস্য আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, আকবার আলী, সখিপুর ইউপি সদস্য আবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল খায়ের তারু, আল্পনা অধিকারী, নুরুজ্জামান, যুবলীগ নেতা মোমিনুর রহমান, এসএম নাসির উদ্দীন, মহিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সচিব কামরুজ্জামান।
দেবীশহর আওয়ামীলীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত
ডিসেম্বর ১৭ ২০১৮