শ্যামনগর ব্যুরো ঃ জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার সকল শ্রেণীর মানুষকে একটি মডেল নির্বাচন উপহার দেব। শান্তির জনপদ সাতক্ষীরা। এ এলাকায় কোন সম্প্রদায়িক বা কোন অপশক্তিকে বাণিজ্য করতে দেব না। আমরা বিজয়ী বীরের জাতি। বিজয়ের মাসে এ নির্বাচনের মাধ্যমে আর একবার স্বাধীনতার প্রতীক উপহার দেব। ১৩ ও ১৪ এর সময়কালীন মানুষের মাঝে অশান্তি এখন আর নেই। মানুষ শান্তিপূর্নভাবে তাদের স্ব-স্ব ভোট প্রদান করতে পারে এ লক্ষ্যে নির্বাচন আচরণ বিধি মেনে ভোট প্রদানের সকল ব্যবস্থা থাকবে প্রশাসনের। এ ব্যাপারে সকলকে সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে। ’ গতকাল শ্যামনগর উপজেলা মিলনায়তনে আয়োজিত আইন শৃঙ্খলার বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল। উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামান। সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপ সচিব সাহ আব্দুল সাদী, জেলা পুলিশ সুপার সাজ্জাত হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশ ১৭ ব্যাটেলিয়ানের অধিনায়ক আজাদ আলী প্রমুখ। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি,এম আকবর কবীর, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম, মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল, মুফতি মাওলানা আঃ খালেক, চন্দ্রিকা ব্যানার্জি প্রমুখ।
একাদশ সংসদ নির্বাচনে একটি মডেল নির্বাচন উপহার দিবে সাতক্ষীরা জেলাবাসী : মোস্তফা কামাল
ডিসেম্বর ১১ ২০১৮