আজ কৃষকনেতা সাইফুল্লাহ লস্করের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০টায় সাতক্ষীরা শহরেরকাটিয়া লস্কর পাড়ার পারিবারিককবরস্থানে পুষ্পমাল্য অর্পন, নিরবতা পালনও শপথ পাঠ শেষেবেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবমিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়সহ-সভাপতি হাফিজুর রহমানেরসভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদকশাহজাহান কবির, যুগ্ম-সম্পাদকঅধ্যাপক তাপস বিশ্বাসসহ খুলনা,যশোর ও সাতক্ষীরার নেতৃবৃন্দ।
আজ কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের মৃত্যু বার্ষিকী
ডিসেম্বর ৪ ২০১৮