আজ কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের মৃত্যু বার্ষিকী


ডিসেম্বর ৪ ২০১৮

Spread the love

আজ  কৃষকনেতা সাইফুল্লাহ লস্করের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০টায় সাতক্ষীরা শহরেরকাটিয়া লস্কর পাড়ার পারিবারিককবরস্থানে পুষ্পমাল্য অর্পন, নিরবতা পালনও শপথ পাঠ শেষেবেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবমিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়সহ-সভাপতি হাফিজুর রহমানেরসভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদকশাহজাহান কবির, যুগ্ম-সম্পাদকঅধ্যাপক তাপস বিশ্বাসসহ খুলনা,যশোর ও সাতক্ষীরার নেতৃবৃন্দ।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন