সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল চালক নিহত


নভেম্বর ২৭ ২০১৮

Spread the love

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল চালক নিহত

নিজস্বপ্রতিনিধি ঃ সাতক্ষীরায় মটর সাইকেল ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে আক্তার হোসেন (৩০) নামে এক মটর সাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা-আশাশুনি সড়কের বুধহাটা কুল্ল্যার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত আক্তার হোসেন আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, আক্তার হোসেন পেশায় ভাঁড়ায় চালিত মটরসাইকেল চালক। ভাঁড়া নিয়ে সাতক্ষীরা আসার পথে সাতক্ষীরা-আশশিুনি সড়কের কুল্ল্যার মোড়ে পৌছালে একটি ইঞ্জিনভ্যানের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মটরসাইকেল চালক আক্তার হোসেন নিহত হন। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন