নিজস্ব প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা ১আসনে ওয়ার্কাসপাটির প্রার্থী মনোনয়নপত্র দাখিল। সোমবার সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনেরসংসদ সদস্যপদে বাংলাদেশেরওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য, সাতক্ষীরাজেলা সভাপতিও ১৪দলের অন্যতম নেতা মুস্তফা লুৎফুল্লাহ ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেন। ২৬ নভেম্বরসোমবার সকাল১১টায় সাতক্ষীরাজেলা প্রশাসকেরকার্যালয়ে উপস্থিত হয়ে জেলা রিটার্নিংঅফিসার ওজেলা প্রশাসকএসএম মোস্তফাকামাল এবংজেলা নির্বাচনঅফিসার মো.নাজমুল কবিরেরকাছে মনোনয়নপত্রদাখিল করেন।এসময় উপস্থিতছিলেন, স্থানীয়সরকারের উপ-পরিচালক শাহআব্দুস সাদী,জেলা ওয়ার্কার্সপার্টির সম্পাদকঅধ্যাপক মহিবুল্লাহমোড়ল, জেলাআইনজীবী সমিতিরসাবেক সভাপতিএড. শাহআলম, প্রকৌশলীআবেদুর রহমান,নারী নেত্রীনাসরিন খানলিপি প্রমুখ।মনোনয়নপত্র দাখিলের সময় জেলা রিটার্নিংঅফিসার নির্বাচনীআচারণ সম্বলিতলিফলেট তুলেদেন।
সাতক্ষীরা ১আসনে এড. মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র দাখিল
নভেম্বর ২৬ ২০১৮