সমাজ সেবক নূর আলী মিয়ার ইন্তেকাল: শোক


নভেম্বর ১৯ ২০১৮

Spread the love


নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূত’র উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদের খালু এবং জনতা ব্যাংক সাতক্ষীরা প্রধান শাখার ম্যানেজার (অবসরপ্রাপ্ত) রফিকুল ইসলামের পিতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো. নূরুল ইসলাম ওরফে নূর আলী মিয়া (৯৫) আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি সোমবার ভোর ৬টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে ৮ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার চতুর্থ ছেলে সিরাজুল ইসলাম জেলা বিএনপির সহ-সভাপতি, মেঝো ছেলে শফিকুল ইসলাম প্রকৌশলী হিসেবে রাজধানী ঢাকার বেসরকারি কোম্পানীতে চাকরি করেন। ষষ্ঠ ছেলে আনারুল ইসলাম সাবেক যুবলীগ নেতা বর্তমানে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য। এছাড়া মরহুমের পঞ্চম পুত্র মো. মনিরুল ইসলাম মনি দৈনিক পত্রদূত’র অফিস স্টাফ হিসেবে কর্মরত।
সোমবার বাদ আছর ওয়াপদা ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে কামালনগর সরকারি কবরস্থানে স্ত্রীর পাশে তাকে দাফন করা হয়। জানাজা নামাজে অন্যান্যের উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জাপা নেতা আব্দুস সালাম সরদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মো. নূরুল ইসলাম ওরফে নূর আলী মিয়ার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন দৈনিক পত্রদূত’র সম্পাদক ম-লীর সভাপতি অধ্যাপক মো. আনিসুর রহিম, সম্পাদক ও প্রকাশক লুৎফুন্নেসা বেগম, উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, সহকারী সম্পাদক সাখাওয়াত উল্যাহ, অধ্যাপক জাভিদ হাসান, সুদয় কুমার ম-ল, সাহিত্য সম্পাদক গাজী শাহজাহান সিরাজ, ম্যানেজার অচিন্ত্য কুমার রায়, বিশেষ প্রতিনিধি নিয়াজ কাওসার তুহিন, সিনিয়র রিপোর্টার এড. খায়রুল বদিউজ্জামান, এম জিললুর রহমান, আব্দুস সামাদ, আমিরুজ্জামান বাবু, শেখ বেলাল হোসেন, আসাদুজ্জামান সরদার, শেখ আব্দুল আলিম, আব্দুর রহিম, মীর মোস্তফা আলীসহ প্রমুখ।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন