আশাশুনি ব্যুরো ঃ আশাশুনি উপজেলার কুল্যায় ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুল্যা আশ্রম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় টসে জিতে কুল্যার মোড় ব্যবসায়ী ক্রিকেট একাদশ ব্যাট হাতে মাঠে নামে। নির্ধারিত ২০ ওভারের খেলায় তারা ২১২ রান করে অল আউট হয়ে যায়। জবাবে কুল্যা ইয়াং স্টার ক্লাব একাদশ ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৪ রান করে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের আলামিন, সেরা বোলার একই দলের গোলাম সরোয়ার এবং সর্বোচ্চ ১১ টি ছক্কা মারেন একই দলের রানা। খেলা পরিচালনা করেন সনি ও শাহিন আলম। ধারাভাষ্যে ছিলেন ফয়সাল ইসলাম কচি ও স্কোরার ছিলেন সুমায়ন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এএসআই মঞ্জুরুল ইসলাম।
কুল্যা আশ্রম মাঠে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত
নভেম্বর ৩০ ২০১৮