বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন


সেপ্টেম্বর ১০ ২০১৮

Spread the love

মশাল ডেস্ক:  তৃতীয় ধাপে জাতীয়করণ বঞ্চিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন পালন করেছে শিক্ষকরা।

মানববন্ধনরত শিক্ষকরা-দক্ষিণের মশাল

সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আ.জা.ম, নাসির উদ্দিন। বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মনোরঞ্জন কুমার দাশ, শিক্ষক এম মুনছুর আলী, নজরুল ইসলাম, সাগরিকা দাশ, সাবিনা ইয়াসমিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী বাংলাদেশের ২৬ হাজার ১৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সকল শর্ত পূরণ করার পরও প্রায় ৪ হাজার ১৫৯ টি বেসরকারি বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনা হয়নি। অতিদ্রুত এসব বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হোক।

গত ৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষকরা বলেন, শিক্ষকদের উপর হামলার সুষ্ঠু তদন্ত করে এর যথাযথ বিচার করতে হবে। হামলার সথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং গ্রেফতারকৃত ৫ জন শিক্ষক নেতাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন