সেলিম হায়দার: সাতক্ষীরার তালা উপজেলায় গ্রীষ্মকালীন টমেটো চাষে ঝুকছেন কৃষকরা। গ্রীষ্মকালীন টমেটো চাষে সফলতা মেলায় এবার গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ জমিতে আবাদ হয়েছে এ সবজির। চাষের উপযোগী মাটি ও অনুকূল পরিবেশ বিদ্যমান থাকায় আগামীতে আরো বেশি জমিতে গ্রীষ্মকালীন টমোটো আবাদ করবেন কৃষকরা এমনটাই ধারণা করছেন স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তার ।
স্থানীয় কৃষি অফিসের তথ্যমতে, তালা উপজেলায় এবছর গ্রীষ্মকালীন টমেটো আবাদ হয়েছে মোট ৬ হেক্টর জমিতে। গত বছর যার পরিমাণ ছিল মাত্র সাড়ে ৩ হেক্টর। অসময়ে টমেটোর ভাল ফলন ও দাম বেশি পাওয়ায় স্থানীয় চাষিদের মধ্যে আগ্রহ বাড়ছে। তাদের এ সাফল্যে অন্যান্যরাও উদ্বুদ্ধ হচ্ছেন এ সবজি চাষে।
কৃষি অফিস এবং কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, প্রতি বিঘা জমিতে টমেটোর আবাদ করতে খরচ হয় প্রায় ২ লাখ টাকা। যা বিক্রি হয় কমপক্ষে ৪ লক্ষ টাকা। অসময়ে বিঘা প্রতি ২ লাখ টাকা লাভ পেয়ে সামগ্রিকভাবে কৃষকদের শুধু অর্থনৈতিক পরিবর্তনই নয়, পরিবর্তন ঘটেছে মানসিক অবস্থারও।
জানা যায়, উপজেলার কৃষকরা মূলত বারি-৮ ও বারি-৪ জাতের টমেটোর আবাদ করেছেন। ফলন, মান ও চাহিদা অনুযায়ী ভাল দাম পাওয়ায় মূলত কৃষকরা এ দু’জাতের টমেটো চাষের জন্য বেছে নিয়েছেন।
এ ব্যাপারে কথা হয় তালা উপজেলার নগরঘাটার কৃষক গাজী রহমানের সাথে। তিনি প্রায় ৫০ শতক জমিতে গ্রীষ্মকালীন টমেটোর আবাদ করেছেন। ইতোমধ্যে তার ক্ষেত থেকে টমেটো উঠতে শুরু করেছে। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে বিঘা প্রতি তার ২ লাখ টাকার উপরে লাভ হবে।
কথা হয় একই এলাকার আরো কয়েকজন কৃষকের সাথে। যার মধ্যে সফিকুল ইসলাম গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন ৫০ শতক জমিতে, রফিকুল ইসলাম ৫০ শতক, রেজাউল ইসলাম ৩৩ শতক, কালী বাড়ির মাসুদ রানা ৩৩ শতক এবং তৈলকূপির সাইফুর রহমান বাবু চাষ করেছেন ৬৬ শতক জমিতে।
তারা সবাই জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ভাল ফলন হয়েছে। অধিকাংশ ক্ষেত থেকে ইতোমধ্যে টমেটো উঠতে শুরু করেছে। স্থানীয় বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে খুচরা ৮০ টাকা এবং পাইকারী ৭০ টাকা দরে। অসময়ে পাকা টমেটোর উপস্থিতি সবজির বাজারেও আলাদা মাত্রা যোগ করেছে। দাম বেশী হলেও ক্রেতাদের আগ্রহ থাকায় আগামীতে আবারও তারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে চান।
এব্যাপারে উপজেলার নগরঘাটা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ অজিয়ার রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এলাকার কৃষকদের মধ্যে গ্রীষ্মকালীন টমেটো চাষে আগের যেকোন সময়ের চেয়ে আগ্রহ বেড়েছে।
উপজেলার মাটি গ্রীষ্মকালীন টমেটো চাষের উপযোগী ও লাভজনক হওয়ায় কৃষকরা টমেটো চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষি অফিস থেকে কৃষকদের সব ধরনের সহযোগীতা প্রদান করা হচ্ছে।’
গ্রীষ্মকালীন টমেটো চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণত মাচের্র প্রথম দিকে বীজ বপন করতে হয় এরপর মে মাসে বীজতলা থেকে ওই চারা উঠিয়ে ক্ষেতে রোপন করতে হয়। সুষ্ঠুভাবে পরিচর্যা করতে পারলে জুন-জুলাই মাসে গাছে ফল আসতে শুরু করে। যা থেকে একাধারে ফেব্রুয়ারি-মার্চ মাস পর্যন্ত টমেটো পাওয়া যায়।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ মামুন জানান, সারা বছরের সবজির চাহিদা পূরণে গ্রীষ্মকালীন টমেটো উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। চাষের ক্ষেত্রে বারি-৪ ও বারি-৮ জাতের টমেটো চাষ করা ভালো। সাদা পলিথিনের ছাউনি দিয়ে গ্রীষ্মকালীন টমেটো চাষ খুবই সহজ। আমরা উপজেলা কৃষি অফিস টমেটো চাষীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছি।