ঢাকা ব্যুরো : হাইকোর্টের আদেশের পর তথ্যপ্রযুক্তি আইনের মামলায় রিমান্ডে থাকা আলোকচিত্রী শহিদুল আলমকে চিকিত্সা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়েছে। বুধবার সকাল নয়টার দিকে তাকে আনা হয় বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।
এর আগে গতকাল মঙ্গলবার শহিদুল আলমকে অবিলম্বে বিএসএমএমইউয়ে পাঠানোর নির্দেশ দেয় হাইকোর্ট। জানা গেছে, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘উসকানিমূলক মিথ্যা’ বক্তব্য প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় শহিদুল আলম ডিবি হেফাজতে রিমান্ডে আছেন।
শহিদুল আলমকে বঙ্গবন্ধু মেডিক্যালে নেয়া হয়েছে
আগস্ট ৮ ২০১৮