নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের বড়বাজার এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম আরিফ নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে শহরের সুলতানপুর বড়বাজার পদ্মা ফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আরিফুল ইসলাম চট্রগ্রাম জেলার বাঁশখালি থানার পশ্চিম বাঁশখালা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, চট্রগ্রাম থেকে বড় একটি ইয়াবার চালান সাতক্ষীরা শহরে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সুলতানপুর বড়বাজারের মাছ বাজারে অভিযান চালিয়ে পদ্মা ফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটক মাদক ব্যবসায়ী আরিফের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে।