মোঃ মুশফিকুর রহমান (রিজভি): সাতক্ষীরায় দুই লাখ ত্রিশ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২১ হাজার ৭২৮ । বাকি দুই লাখ আট হাজার ৪১০ জন ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু।
শনিবার সকাল থেকে জেলার সাতটি উপজেলার দুটি পৌরসভা ও ৭৮ টি ইউনিয়নের ২৩৪ টি ওয়ার্ডে পৃথকভাবে এক যোগে এই ক্যাপসুল খাওয়ানো হয়। দুই হাজার ৩১ টি টিকাদান কেন্দ্রে তাদের এই ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান জানান দিনভর এই ক্যাম্পেইন চলমান ছিল।
জেলা সদরে সূর্যের হাসি ক্লিনিকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোমেসন। এ সময় স্বাস্থ্য বিভাগের সহকারি পরিচালক ডা. বিধান চন্দ্র ঘোষ ,সিভিল সার্জন ডা. তোহিদুর রহমান ছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেলো জেলার দুই লাখ ত্রিশ হাজার শিশু
জুলাই ১৪ ২০১৮