বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা


জুলাই ২২ ২০১৮

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের উন্নয়ন বিষয়ে উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের হলরুমে পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আলহাজ¦ আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের কল্যাণে সকলের এগিয়ে আসা উচিত। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ওটিজম শিশুদের নিয়ে কাজ করে বিশ^ দরবারে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।’

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের সভাপতির স্কুলের নামে দানকৃত ১৫ শতক জায়গায় স্কুলের নতুন ভবন নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সির্দ্ধান্ত গৃহীত হয়। নিজস্ব ভবন নির্মাণ পরিচালনা কমিটি গঠন করা হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ নুরুল হক, স্কুল পরিচালনা পরিষদের সদস্য মকসুমুল হাকিম, সৈয়দ নাজমুল হক বকুল, মাসন সোম, শেখ মাহফুজুর রহমান, জিয়াউর বিন সেলিম, শিক্ষা অফিসারের প্রতিনিধি দীপক কুমার বিশ^াস, স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার, সহকারী শিক্ষক হাবিবুল্লাহ হাবিব, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান, ফারজানা সুলতানা, ফাহমিদা খাতুন, রাজমিতা মন্ডল, তহমিনা আক্তার সুমি ও কামরুজ্জামানসহ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষকবৃন্দ।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন