খুলনা বিশ্ববিদ্যালয়ের আই সিটি বিভাগের মেধাবী ছাত্র মাঈন মোহাম্মদ হকের (২১) জানাজা শেষে কামাননগর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। সাতক্ষীরা শহরের সুলতানপুর বায়থল্লাহ জামে মসজিদ ঈদগাহ মাঠে গতকাল সকাল ১০ টায় জানাজা নামাজ সম্পন্ন হয়। ঝিনাইদহ কালিগঞ্জের এমপি আনোয়ার হোসেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগীয় প্রধান অধ্যাপক মো: আনিসুর রহমান, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসানসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী বন্ধুরা জানাজা নামাজে শরীক হন।
অর্থ মন্ত্রনালয়ের যুগ্নসচিব মো: আহমেদুর রহিম ও পত্রদুত সম্পাদকমন্ডলীর সভাপতি মো: আনিসুর রহিমের চাচাত ভাই আজিজুল হক বিরুর একমাত্র সন্তান মাঈন মোহাম্মদ হক দুরারোগ্য ব্যধি ব্লাড ক্যানসারে ভারতের এ্যাপলো হাসপাতালে চিকিৎসাসাধীন অবস্থায় গত ২০ জুন বেলা ১১ টা ১৫ মিনিটে মারা যান। আজ বাদ জুম্মা সুলতানপুরস্থ মসজদিয়ে দোয়া অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।