বড়দল প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল বাজারে সরকারি পেরিফেরিভুক্ত জমিতে নির্মানাধীন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। সোমবার দুপুরে এ অপসারণ অভিযান পরিচালনা করা হয়। সংরক্ষিত মহিলা আসনের মেম্বার লাহুমা খাতুনের স্বামী রেজাউল গাজী বড়দল বাজারের মধ্যে ২ শতক জমি অবৈধ দখলে নিয়ে সেখানে স্থাপনা নির্মান শুরু করেন। একই বাজারে মৃত মহব্বত সরদারের পুত্র রাহাতজান সাড়ে ৩ শতক জমি অবৈধ দখলে নিয়ে বাঁশ-টিন দিয়ে স্থাপনা নির্মান করেন। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত অবৈধ স্থাপনা ভেঙ্গে দখল অবমুক্ত করেন। এসময় এএসআই আসলাম খান, স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ বাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বড়দল বাজারে অবৈধ স্থাপনা অপসারণ
জুন ৪ ২০১৮