বুধহাটায় বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


জুন ২৪ ২০১৮

Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন সাব জোনে বঙ্গবন্ধু বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার চাপড়া ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বুধহাটা ইউনিয়নের ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮টি ছেলে ও ৮টি মেয়ে দল উদ্বোধনী দিনের ১ম রাউন্ডের খেলায় অংশ নেয়। খেলায় ছেলে গ্রুপে বেউলা, মধ্য বেউলা, শে^তপুর ও নৈকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল এবং মেয়ে গ্রুপে কুন্দুড়িয়া, বেউলা, নৈকাটি ও শে^তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল জয়লাভ করে। রবিবার একই মাঠে সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন