নিজস্ব প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিষ্টিক শিক্ষার্থীদের মাঝে পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সুইড খাতিমুনেচ্ছা হানিফ লস্কার বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে উক্ত পোশাক সামগ্রী বিতরণ করা হয়।
পোষাক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। তাদের সঠিক গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। সঠিক ভাবে গড়ে তুলতে পারলে তারা সম্পদে পরিণত হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট্য সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, এ্যাডভোকেট শহিদুল্লাহ, উপজেলা সমাজ সেবার প্রফেশনাল কর্মকর্তা মিজানুর রহমান, অধ্যক্ষ এমদাদুল হক প্রমুখ।
উক্ত অনুষ্ঠান থেকে ৯৩ জন বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিষ্টিক শিক্ষার্থীদের মঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয় ।
‘প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়- জেলা প্রশাসক
জুন ৩ ২০১৮