কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ রমজান বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু,শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউল হক দোলন, কালিগঞ্জ ইউপি চেয়ারম্যান এ্যাসোসিয়েশন এর সভাপতি ও ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন,কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশারফ হোসেন,মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান,জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সভাপতি শেখ শাহজালাল প্রমুখ। সাবেক যুবলীগের আহবায়ক শেখ ইকবাল আলম বাবলু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহম্মেদ সোহাগের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) রাজিব হোসেন,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম,মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন,চম্পাফুল চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,আওয়ামীলীগ নেতা মাষ্টার নরীম আলী,সাবেক কুশুলিয়া ইউপি চেয়ারম্যান মোফ্খাারুল ইসলাম নিলু,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু,রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন,মেম্বার এ্যাসোসিয়ানের সভাপতি শামসুজামান সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, সুধী ও সাংবাদিক বৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল ইসলাম।
কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ইফতার মাহফিল
জুন ৮ ২০১৮