নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলা প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সিবিএম এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। ডিজএ্যবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্স এ্যাসোসিয়েশন (ডিআরআরএ) এর প্রতিবন্ধি ব্যক্তিদের জন্য একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুন কুমার ব্যানার্জী। প্রকল্পের জেলা ম্যানেজার আবুল হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ম. মোনায়েম হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান,সমাজ সেবা কর্মকর্তা এমদাদুল হক, মেডিকেল অফিসার ডা. সুমন ঘোষ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ডিপিও সদস্য মফিজুল ইসলাম, আরশাদ আলী, খলিলুর রহমান, ডিআরআরএ প্রতিনিধি বরুণ কুমার সরদার, এহসান করিম প্রমুখ। সভায় প্রকল্পের ত্রৈমাসিক কাজের রিপোর্ট উপস্থাপন, পর্যালোচনা, অগ্রগতি, কর্মপরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আশাশুনি উপজেলা প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির ত্রৈমাসিক সভা
জুন ৭ ২০১৮