নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ রমজান সোনালী ব্যাংকের দো-তলায় সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের প্রিন্সিপ্যাল কমিটির সভাপতি মীর সাজ্জাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ নাছিম হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাধারণ সম্পাদক এড. ওসমান গনি প্রমুখ। এসময় সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের প্রিন্সিপ্যাল কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাওয়ার হাউজ মসজিদের পেশ ইমাম হাফেজ জাহাঙ্গীর আলম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের প্রিন্সিপ্যাল কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।
সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের ইফতার মাহফিল
মে ২৯ ২০১৮