ভেজা ইতিহাস


মে ২৭ ২০১৮

Spread the love

হুমায়ূন আফতার এর কবিতা

ভেজা ইতিহাস

আজ বৃষ্টি হয় হোক…আমি আর ভিজতে চাই না,
আমি যে জন্মান্তর ভিজে চলেছি অশুভ বৃষ্টিতে,
ভিজতে ভিজতে আমি জলজ আগাছা বনে গেছি…
আজ বৃষ্টি হয় হোক…আমি আর ভিজতে চাই না,
শত কোটি বছর আগে মেঘপুত্র সমুদ্রের যে কান্নার ইতিহাস
লিখে রেখেছিল গহিনে বিলুপ্ত দেবী মেঘাস্থিনা লু…
তারই অভিশাপে আজও ভিজে যায় আরন্যক প্রজন্ম।
আমি আর ভিজতে চাই না,
আমি তো ভিজেছিলাম মেঘাস্থিনা লু’য়ের অভিশপ্ত বীর্য-বৃষ্টিতে,
ভিজেছিলাম দেবী পার্সিফনির অনন্ত দীর্ঘ চুম্বনে।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন