বুড়িগোয়ালিনী ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা


মে ২৯ ২০১৮

Spread the love


সংবাদ বিজ্ঞপ্তি: শ্যামনগর উপজেলার ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে পরিষদ মাঠ চত্তরে ২০১৮-২০১৯ অর্থ বছরে ২,২৪,৫০,৩৩০ টাকার প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট অধিবেশনে সভাপত্বিত করেন ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মহাসীন-উল-মুলক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, সাবেক চেয়ারম্যান অসীম কুমার জোয়াদ্দার প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিডার্স এর সহ-সভাপতি মাষ্টার নজরুল ইসলাম, বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ অনিমেশ কুমার হালদার, জলবায়ু পরিষদ সদস্য রফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ ক্রেল প্রকল্পের সমন্বয়কারী শহীদুল ইসলাম, সুন্দরবন সাংবাদিক ক্লাবের সভাপতি আযুব আলী প্রমুখ। বাজেট ঘোষণা করেন সচিব কার্ত্তিক চন্দ্র মন্ডল।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন