বুধহাটায় হামলায় আহত-৪


মে ১০ ২০১৮

Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় জামাত নেতার হামলায় নারীসহ ৪জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে রবিবার আশাশুনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০২। তাং ০৬(০৫)১৮। মামলা সূত্রে জানা গেছে, গত চলতি মাসের ২তারিখ সন্ধ্যায় বুধহাটা গ্রামের মৃত মাদার সরদারের পুত্র চিহ্নিত জামাত নেতা মোঃ আব্দুল হাই, মৃত আরিফ সরদারের পুত্র আবুল কালাম ও আব্দুস সালাম, মৃত আফিল সরদারের পুত্র আব্দুল বারী এবং কুল্যা গ্রামের গোলাম মোস্তফার পুত্র মোঃ বিল্লাল হোসেন সহ আরও ৪/৫জন একত্রিত হয়ে লোহার রড, ধারালো দা, বাঁশের লাঠি সহ দেশীয় অস্ত্র নিয়ে একই এলাকার মৃত নছিমুদ্দীন সরদারের পুত্র মোঃ আমিনুর ইসলামকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে। বিষয়টি জানতে পেরে আমিনুর ইসলামের ছোট ভাই আজিজুল ইসলাম, তার চাচাত ভাই আক্তারুল ইসলাম, এবং আমিনুরের স্ত্রী হাসিনা বেগম ঠেকাইতে গেলে আসামিরা তাদের উপরও এলোপাতাড়িভাবে মারপিট শুরু করে। এসময় স্থানীয় বাসিন্দা নূর ইসলাম, মনিরুল ইসলাম ও মহিউদ্দীন সরদার আহতদের উদ্ধার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে মামলা সূত্রে প্রকাশ। এছাড়া মাদার সরদারের পুত্র আব্দুল হাই যে জামাতের চিহ্নিত নেতা তার কিছু নমুনা কাগজপত্র এ প্রতিবেদকের হাতে এসে পৌছেছে। তথ্য অনুসন্ধানে জানাগেছে আমিনুর ইসলাম গংদের সাথে চিহ্নিত জামাত নেতা আব্দুল হাই গংদের সাথে জমি জায়গা নিয়ে ঝগড়া বিবাদ লেগে ছিলো। বিগত ২০১২সালে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ বসাবসির মাধ্যমে ২০১২সালের জিআর নং ২৫, মামলা নং ০৫ বিষয়টি সমাধান করে দেন। বর্তমানে আব্দুল হাই এর বাড়িতে জামাতের গোপন বৈঠক হওয়ার কথা আমিনুর ইসলাম ফাঁশ করে দেওয়া আব্দুল হাই ক্ষিপ্ত হয়ে বসত বাড়ির পথকে কেন্দ্র করে তাকে সহ তার পরিবারের লোকদের এলোপাতাড়ি ভাবে মারপিট করে আহত করে। এমতাবস্থায় আহত আমিনুর সহ সচেতন এলাকাবাসী জামাত নেতা এমন যঘন্ন তান্ডবের বিরুদ্ধে অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন