গোলাম নবী পান্না’র ছড়া


মে ১১ ২০১৮

Spread the love

ফড়িং

গাছের আগায় চড়িং,

চিকনা ডালে ধরিং-

ডালটা তখন মড়িং,

ছোকড়া গেলো পড়িং।

সময় গেলো গড়িং

লাগছে বড়ো বরিং।

এত্তো কেনো লড়িং!

কারণ উড়– ফড়িং,

পাতায় পাতায় নড়িং।

 

 

মাছরাঙা

ঝলমলে জলে দেখি

গাছ রাঙা,

আসলে সে গাছে বসা

মাছরাঙা।

রঙিন পালকে এ

ধাঁচ-রাঙা

শিকারী নাচন তার

নাচ রাঙা

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন