প্রতাপনগরে কাল বৈশাখীর তান্ডবে ঘরবাড়ি লন্ডভন্ড


মে ১১ ২০১৮

Spread the love

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেরার প্রতাপনগরে কাল বৈশাখী ঝড়ে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান লন্ডভন্ড হয়ে গেছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রতাপগর ইউনিয়নের উপর দিয়ে প্রচন্ড গতির কাল বৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে কল্যনপুর এমএইচ মাধ্যমিক বিদ্যালয়ের একটি ভবনের টিনের চাল উড়ে পাশ্ববর্তী মৎস্য ঘেরে পড়ে। ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ের একটি ভবনের টিনের চালের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০৯ নং পূর্ব নাকনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাশ চলাকালে ঝড বৃষ্টি শুরু হলে জরাজীর্ণ ছোট্ট একটি ঘরে ছাত্র ছাত্রীদের মধ্যে ভীতিকর পরিস্থির সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থীর বই খাতা ভিজে যায়। করিমুন নেছা কিন্ডারগার্টেন এর টিনের চাল উড়ে যায়। প্রতাপনগরের প্রান কেন্দ্র তালতলা বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যপক ক্ষতি হয়েছে। মুজাহিদ ইসলামের ভাজার দোকান, শহিদুল ইসলামের মুদির দোকান, ও একটি ছেলুনি ঘর সহ আরও তিনটি দোকান ঘর ঝড়ের কবলে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। দোকানে থাকা ফ্রিজসহ কয়েক লক্ষ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। পাশাপাশি ডাঃ গোলাম ইয়াছিনের আর বি ফার্মেসী, কামরুলের বেকারী, মাসুমের কম্পিউটার ফটো কপি, ওহিদের মুদির দোকানের চাল উড়ে গেছে। এছাড়া বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির ও আজগর গাজীর ঘরের চাল উড়ে গেছে। খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন