নিয়ম


মে ২৭ ২০১৮

Spread the love

হুমায়ূন আফতার এর কবিতা

নিয়ম

গন্তব্যহীন যাত্রীর স্টেশান ছাড়া নেমে পড়াতে বিব্রত নই;
উষ্ণ আবেগে মল্লার রাগে কবিতা ছেড়ে ধিনাক্ ধিনাক্
নেচে উঠে কবি এক ঝলক্ উল্লাসিত হতেই পারেন।
স্বদেশ প্রেমের রঙ করা মিছিলে বাইশের যুবক
উচ্চ কণ্ঠে লাফাতেই পারেন,
এতে রাষ্ট্রের পরিবেশ শৃঙ্খলাচ্যুত হবে না।
এসো কর্মপ্রিয় উদ্যমি
আমরা নিয়ম ভাঙার নিয়ম বানাই।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন