দেবহাটা উপজেলা পরিষদের সাধারণ সভা


মে ১০ ২০১৮

Spread the love

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব আলম খোকন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান এমাদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, কৃষি কর্মকর্তা জসিম উদ্দীন, প্রাণী সম্পদ অফিসার বিষ্ণপদ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ রনজিত কুমার, এলজিইডি কর্মকর্তা মোমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, বিআরডিপি কর্মকর্তা ইসরাইল হোসেন, একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী মুক্তারানী মন্ডল, হিসাবরক্ষণ অফিসার আব্দুস সামাদ, যুব উন্নয়ন অফিসার এছমোত আরা বেগম, সমবায় অফিসার আকরাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। মাসিক সাধারণ সভায় বিভিন্ন দপ্তরের চলমান ও উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন